কুষ্টিয়া শহরে এপি লিমিটেড নামে একটি নকল হোমিও ওষুধ প্রস্তুত করাখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে শহরের বাবর আলী গেট এলাকায় ওই কারখানায় অভিযান ভ্রাম্যমাণ আদালত। বাবর আলী গেটে তোহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নকল হোমিও ওষুধ তৈরি ও বাজারজাত করছে এমন অভিযোগ পেয়ে কুষ্টিয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সবুজ হাসানের নেতৃত্বে একটি টিম সেখানে অভিযান চালায়। সেখান থেকে বিপুল পরিমাণ নকল ওষুধসহ কারখানা মালিক তোহিদুল ইসলামকে আটক করেন তারা।পরে সেখানে আদালত বসিয়ে তোহিদুল ইসলামকে ৩ মাসের কারাদ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সবুজ হাসান জানান, ওষুধ প্রস্তুতের ব্যাপারে তোহিদুল ইসলামের কোন বৈধ কাগজপত্র নেই। তিনি নকল ওষুধ তৈরি ও বাজারজাত করে দীর্ঘদিন থেকে লোক ঠকিয়ে আসছে।