কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বটতৈল গ্রামের মধ্য পাড়া শিশির মাঠ এলাকার রাস্তার সরকারী গাছ কেটে নিলো বাঘা নিপলু । এই গাছ সরকারি। কিভাবে টেন্ডার ছাড়াই এই গাছ কাটা হলো আমার জানা নেই।বললেন স্হানীয় চেয়ারম্যান এম এ মোমিন মন্ডল। ইউনিয়ন এর বিভিন্ন এলাকা থেকে সামাজিক বনায়ন সড়ক ও জনপথ এর আওতায় পাচ লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিয়েছে। স্হানীয় সূত্রে জানা গেছে বটতৈল উত্তর পাড়ার মনি ফকির এর ছেলে , নিপলু ও কিতাব আলী র ছেলে রাজু আহমেদ বাঘা সরকারী রাস্তায় খাড়া মোটা গাছ কেটে স্হানীয় সেনের স মিলে ভ্যান যোগে পাঠিয়ে চেড়াই করে। ভ্যান চালক মোহাম্মদ জোহরের পুত্র আশরাফুল ইসলাম জানান প্রকাশ্য দিবালোকে তারা দুজনেই গাছ কাটার লোক এনে মেহগনি বকাই নিম গাছ কেটে ভ্যান ভর্তি করে স মিলে নিয়ে যায়। আমরা হুকুমের লোক আমরা কাজ করতে বললে করি। গাছ কাটা সংবাদ শুনে ঘটনাস্থলেই কয়েক সচেতন যুবক প্রতিবাদ করায় তাদের নামে মিথ্যা অভিযোগ দায়ের করেছে কুষ্টিয়া সদর মডেল থানায় ভুক্তভোগীর একাধিক সূত্র নিশ্চিত করে স্হানীয় বাঘা নিপলু বহু বছর ধরে অসামাজিক ও রাষ্ট্রের বিরুদ্ধে অপরাধী কাজের সাথে যুক্ত। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান এ ব্যাপারে তদন্ত চলছে।