কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আজ মোট ২৮১টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার ১২৩ টি নমুনা ছিল কুষ্টিয়া জেলায় আজ নতুন করে ১২ জনকে আক্রান্ত বলে সনাক্ত করা হয়েছে। অন্য জেলার মধ্যে মেহেরপুরের ১টি,ঝিনাইদহ জেলার ১৪টি নমুনা(১টি ফলোয়াপ সহ), চুয়াডাঙ্গার ৪টি(১ টি ফলোয়াপসহ) পজেটিভ বলে সনাক্ত হয়।নতুন আক্রান্তের মধ্যে ভেড়ামারা উপজেলাতে ৫ জন, কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ৭ জন ।সদর উপজেলায় আক্রান্তদের মধ্যে দুইজন চৌরহাস, একজন কুঠিপাড়া, একজন কালীসংকরপুর, একজন নিশান মোড়ের বাসিন্দা। ভেড়ামারা উপজেলায় ৫ জনের মধ্যে দুইজন ১২ মাইল, ১ জন গোলাপনগর, ১ জন পৌরসভা ও ১ জন ফারাকপুরের বাসিন্দা।এই নিয়ে কুষ্টিয়ায় এখন পর্যন্ত ২৫৩ জন কোভিড রোগী সনাক্ত হল। (বহিরাগত বাদে)।গতকাল সনাক্ত হওয়া ২ জন রোগীর একজনের অবস্থান কিশোরগঞ্জ ও একজনের অবস্থান ঈশ্বরদী হওয়ায় তাদের কুষ্টিয়ার হিসাব থেকে বাদ দেওয়া হল। উপজেলাগুলোর মধ্যে রোগীর অবস্থান অনুসারে তথ্য আপডেট করা হইলো★ উপজেলা ভিত্তিক রোগী সনাক্তদৌলতপুর ৩৪, ভেড়ামারা ৪০, মিরপুর ২০, সদর ১১৩,কুমারখালী ৩৪, খোকসা ১৩★পুরুষ রোগী ১৯৪, নারী ৬১★সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ৫৯ জনউপজেলা ভিত্তিক সুস্থ ৪৮ জন(দৌলতপুর ১৩, ভেড়ামারা ৬, মিরপুর১০, সদর১৭,কুমারখালী ১০, খোকসা ১)বহিরাগত সুস্থ ২ জন★বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ১৮৮ জন।★হাসপাতালে চিকিৎসাধীন ৬ জন।★খুলনায় চিকিৎসাধীন ৩ জন।★মৃত – ১ জন (কুমারখালী -১) সামাজিক দূরত্ব বজায় রাখুন। একে অপরের থেকে কমপক্ষে ৬ ফুট দূরত্ব বজায় রাখুন ও মাস্ক ব্যাবহার করুন।কুষ্টিয়া স্বাস্থ্য বিভাগ আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত