গত ২৪ ঘন্টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম, দৈনিক কালেরকণ্ঠের স্টাফ রির্পোটার সাংবাদিক তারিকুল ইসলাম তারিক এবং ২ পল্লী চিকিৎসকসহ ১৫ জনের কোভিড১৯ সনাক্ত হয়েছে। আজ রাত সাড়ে ৯টায় কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে কুষ্টিয়া জেলায় মোট আক্রান্ত ১৫৩জন।
অতিরিক্ত জেলা প্রশাসক সিরাজুল ইসলাম এবং দৈনিক কালেরকণ্ঠের স্টাফ রির্পোটার সাংবাদিক তারিকুল ইসলাম তারিকসহ আক্রান্তরা সবাই নিজ বাড়ীতেই হোম আইসোলেশনে আছেন এবং সবার বাড়ী লকডাউন করা হয়েছে।
কুষ্টিয়ার সিভিল সার্জন সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার কুষ্টিয়ার পিসিআর ল্যাবে মোট ৩৬০টি নমুনা পরিক্ষা করা হয়। এর মধ্যে কুষ্টিয়া জেলার নমুনা পরিক্ষিত হয় ২০০টি। পরীক্ষিত নমুনায় সদর উপজেলায় ৯ জন, মিরপুর উপজেলায় ২ জন, খোকসা উপজেলায় ২ জন ও কুমারখালী উপজেলায় ২ জন মোট ১৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। শনাক্তের মধ্যে ১৩জন পুরুষ ও ২ জন মহিলা। এ নিয়ে উপজেলা ভিত্তিক শনাক্ত দৌলতপুর উপজেলায় ২৫, ভেড়ামারায় ২৪, মিরপুর ১৫, সদর ৫৪, কুমারখালী ২৩ ও খোকসা ১২ জন।