গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর একটি দল কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন ধরমপুরে আসামি মোঃ নাঈম বিশ্বাস (২১), রামচন্দ্রপুর গ্রামের মোঃ সাবদুল বারি বিশ্বাসের ছেলে।
ফেসবুক এর মাধ্যমে ইচ্ছাকৃত ভাবে প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যদের নিয়ে মানহানিকর বিভ্রান্ত মূলক, আক্রমনাত্বক, ভীতি প্রর্দশক, মিথ্যা বলে জানা থাকা সত্ত্বেও রাষ্ট্রের ভাবমূর্তি, সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ায়ে বিভিন্ন পোষ্ট করে এবং মিথ্যা অপপ্রচার করে দেশের মধ্যে অস্থিরতা বা বিশৃংখলা সৃষ্টি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত আসামী মোঃ নাঈম বিশ্বাসের কাছ থেকে ১ মোবাইল ফোন, ০২, সীমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
পরর্বতীতে উদ্ধারকৃত আলামতসহ ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া ভেড়ামারা থানায় ০১টি ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা দায়ের করা হয়েছে।