প্রেস বিজ্ঞপ্তিতি : করোনায় আক্রান্ত হয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কুষ্টিয়া জেলা বিএনপি। এক শোক বার্তায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন এ শোক প্রকাশ করেন।
শোক বার্তায় বলা হয় আহসান উল্লাহ হাসানের অকাল মৃত্যুতে রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে ।বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও দোয়া করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাও জানানো হয়।
রোববার (৭ জুন) রাত ৮টা ৪৫ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান (৫৫)।