কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের চরগোপালপুর গ্রামে লাবনী (২০) নামে অন্তস্বত্বা এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ সকালে পুলিশ গৃহবধূর নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করে। জানা যায়, চর গোপালপুর গ্রামের আরিফ মন্ডলের ছেলে কাজল এর সাথে বালিয়া পাড়া গ্রামের বাবুর মেয়ে লাবনীর বিবাহ হয়। তাদের ঘর সংসার চলাকালীন লাবনীর তিন মাসের অন্তস্বত্তা হয়।
সে গর্ভে সন্তান ধারনের পর থেকে আরিফের কথা মতো কাজল ওই গৃহবধুর গর্ভের সন্তান নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করতে থাকে। এরই একপর্যায়ে শুক্রবার শেষ রাতে কাজল ও তার বাবা আরিফ মিলে গৃহবধুকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে। এব্যাপারে নিহত গৃহবধূ লাবনীর বাবা বাবু প্রতিবেদককে বলেন, কাজলের সাথে আমার মেয়ের বিবাহের পর তার গর্ভে একটি সন্তান আসে। এর পর থেকে কাজল আমার মেয়ে ও আমাদেরকে লাবনীর গর্ভের সন্তান নষ্ট করার জন্য বিভিন্ন সময় হুমকি দেয় এবং আমাকে বলে আপনার মেয়েকে গর্ভের সন্তান নষ্ট করতে বলেন তা না হলে আপনার মেয়ের সমস্যা হবে। ঘাতক শ্বশুড় আরিফ ও জামাই কাজলের দৃষ্টান্তমুল শাস্তির দাবী জানিয়েছেন লাবনীর পরিবার। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।