আপডেট কুষ্টিয়া, ৩ জুন, ২০২০।। আজ কুষ্টিয়ার ৮৬ নমুনা পরীক্ষায় সদর উপজেলায় ১১ জন, ভেড়ামারায় ৪ জন ও দৌলতপুরে ১ জনসহ ১৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ায় মোট আক্রান্ত হলো ৯০ জন।
সিভিন সার্জন অফিস সূত্রে জানাযায়, আজ কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ৮৫ টি রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ১৬ টি কোভিড পজেটিভ। নতুন আক্রান্তের মধ্যে কুষ্টিয়া জেলার সদর উপজেলায় ১১ জনের মধ্যে ৮ জনের ঠিকানা বরইটুপি, উজানগ্রাম বাকি ১ জন করে রোগী মোল্লা তেঘরিয়া, হরিপুর ও কোর্টপাড়ার। ভেড়ামারা উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানা ১২ দাগ ও ১ জনের ঠিকানা ১৬ দাগ।
এ ছাড়া দৌলতপুর উপজেলায় আক্রান্ত ১ জনের ঠিকানা মহিশকুন্ডা, প্রাগপুর।এই নিয়ে কুষ্টিয়ায় অদ্যাবধি ৯০ জন কোভিড রোগী সনাক্ত হল।
বহিরাগত বাদে জেলায় আদ্যাবধি কোভিড রোগী সনাক্ত ৯০ জন।
উপজেলা ভিত্তিক রোগী সনাক্ত-
দৌলতপুর ২২, ভেড়ামারা ১৫, মিরপুর ১০, সদর ২২,কুমারখালী ১৬, খোকসা ৫
পুরুষ রোগী ৬৮, নারী ২২ জন।
সুস্থ হয়ে ছাড় পেয়েছেন মোট ২৯ জন।
উপজেলা ভিত্তিক সুস্থ ২৭ জন।
(দৌলতপুর ১০, ভেড়ামারা ২, মিরপুর ৪, সদর৪,কুমারখালী ৬, খোকসা ১)
বহিরাগত সুস্থ ২ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন ৬১ জন।
হাসপাতালে চিকিৎসাধীন ২ জন।