কুষ্টিয়ার মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ খাঁন মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক শোকবার্তায় আব্দুল আজিজ খাঁনের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বার্তায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে আব্দুল আজিজ খাঁনের আন্তরিক সৌহার্দপূর্ণ সম্পর্কের কথাও স্মরণ করেন বিএনপি মহাসচিব।
২ মে মঙ্গলবার দিবাগত রাত ১১ টা ৪০ মিনিটের সময় পৌরসভার সুলতানপুর মহল্লার নিজ বাড়ীতেই মারা যান আব্দুল আজিজ খাঁন। তার বয়স হয়েছিল ৭০ বছর ।