কুষ্টিয়ায় মেশিনে ধান উড়াতে গিয়ে পাখায় জরিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। কুষ্টিয়ার ইবি থানার পাটিকাবাড়ি ইউনিয়ন নান্দিয়া গ্রামে আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আনছার আলি স্ত্রী।
ঘটনার সময় মেশিনে উন্মুক্ত পাখা লাগানো মেশিনে ধান উরাতে গিয়ে অসাবধান বশত তার কাপড় মেশিনের পাখার সাথে পেঁচিয়ে যায়। এতে সে ঘটনা স্থালেই মৃত্যু বরণ করেন।