১২ মে ২০২০ কুষ্টিয়া জেলায় নমুনা শস্য কর্তন কাজের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, কুষ্টিয়া জনাব মোঃ আসলাম হোসেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া আয়োজিত এ কাজে দৈবচয়নে একটি জমির আয়তন পরিমাপ করে তার ধান সংগ্রহ করে মারাই করে এ জেলার মোট ধানের উৎপাদন পরিমাপ করা হয়ে থাকে। আজকের নমুনা অনুযায়ী কুষ্টিয়া জেলার ধান উৎপাদন বিঘা প্রতি ১৮ মন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জনাব মুহাম্মদ ওবায়দুর রহমান, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুষ্টিয়া, নেজারত ডেপুটি কালেক্টর, কুষ্টিয়া, কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও জমির কৃষকগণ। পরে জেলা প্রশাসক উপস্থিত জনগনকে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেন এবং সামাজিক দুরত্বের গুরুত্ব তুলে ধরেন।