বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধে এবং সাড়া প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেবিনেট ডিভিশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্ময় করে ইউনিলিভার বাংলাদেশ এবং ২০৩০ ওয়াটার রিসোর্স গ্রুপের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১টি হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়। উক্ত কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো জেলা প্রশাসকের কার্যালয় জীবানুমুক্ত রাখা এবং আগত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। উক্ত হাত ধোয়া কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মুহাম্মদ ওবাইদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন এনডিসি জনাব মো: মুছাব্বেরুল ইসলাম, জেলা নাজির জনাব মো: আব্দুল ওহাব এবং কুষ্টিয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ’ইউনিট অফিসার’ সাঈদ মো: শামীম রহমান ও ইউনিটের যুব সদস্যবৃন্দ। অনুষ্ঠানে জানানো হয় যে, জেলা প্রশাসকের কার্যালয়ে স্বাস্থ্য সেবা মূলক এই কার্যক্রম চলমান থাকবে।