বাংলাদেশে কোভিড-১৯ প্রতিরোধে এবং সাড়া প্রদানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কেবিনেট ডিভিশন এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাথে সমন্ময় করে ইউনিলিভার বাংলাদেশ এবং ২০৩০ ওয়াটার রিসোর্স গ্রুপের সহযোগিতায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ১টি পিউরইট পানির মেশিন (২৩ লিটার), ২টি স্প্রে মেশিন (১৬ লিটার), ২৪টি হ্যান্ড ওয়াশ (লাইফবয়), ২৪টি টয়লেট ক্লিনার (ডোমেকস), ২কেজি ব্লিচিং পাউডার বিতরন এবং ১টি হাত ধোয়ার বেসিন স্থাপন করা হয়। উক্ত কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো জেলা প্রশাসকের কার্যালয় জীবানুমুক্ত রাখা এবং আগত মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা। উক্ত মালামালগুলি জেলা প্রশাসক জনাব মো: আসলাম হোসেনের হাতে তুলে দেন ইউনিটের সম্মানিত চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম ও সেক্রেটারী জনাব মোঃ আজগর আলী। এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব এস এম তানভীর আরাফাত ও ইউনিলিভারের প্রতিনিধি জনাব মো: নাছিম উদ্দিন। আরোও উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্ট কুষ্টিয়া ইউনিটের যুব সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার প্রতিধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি,কুষ্টিয়া ইউনিটের ’ইউনিট অফিসার’ সাঈদ মো: শামীম রহমান। অনুষ্ঠানে জানানো হয় যে, জেলা প্রশাসকের কার্যালয় জীবানুমুক্ত এই কার্যক্রম চলমান থাকবে।