বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশে দেশব্যপী করোনাভাইরাসের প্রভাবে কুষ্টিয়ায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারন সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন দিক নির্দেশনায় নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার উদ্যেগে ১শত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় কুষ্টিয়া এন এস রোর্ডে এই রান্না খাবার বিতরন করা হয়।
খাবার বিতরণ করেন, নারী ও শিশু অধিকার ফোরাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. হাফিজুর রহমান মনির, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ইকবাল হোসেন, যুগ্ম-সম্পাদক ফিরোজ আহমেদ তপন, সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস সানি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান রাসেল, মিরপুর থানা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আছের আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ বলেন, নারী ও শিশু অধিকার ফোরাম বিশ্বব্যাপী তান্ডব চালানো ভয়াবহ করোনা ভাইরাসের ফলে দেশের এই ক্রান্তিলগ্নে আপনাদের পাশে আছে এবং থাকবে। অনেকেই নিজ নিজ অবস্থান থেকে অসহায়, দুস্থ,দিনমজুর মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছেন এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকল বিত্তশালীদের অসহায় দরিদ্রদের পাশে দাড়ানোর আহব্বান জানান এবং আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অব্যাহত থাকবে।