(রাজবাড়ী) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার পাংশা পৌর এলাকায় ৫ মে সোমবার দুপুরে পাংশা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্দ্যেগে পাংশা উপজেলা কার্য়লয় থেকে ৩ শত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্তিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু, উপজেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক এমপি মসলেম উদ্দিন মমিন, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামমুল আলম আকুল,পাংশা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, বিএনপি নেতা আব্দুস সালাম সহ যুব ও ছাত্র দলের নেতাকর্মীরা ।
উল্লেখ্য পাংশা পৌর এলাকায় কর্মহীন পরিবারের মধ্যে এই সহায়তা পৌছে দেওয়া হবে। সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু জানান, ইউনিয়ন গুলোতে বিতরণ করা হয়েছে এখন পৌর এলাকায় বিতরণ করা হচ্ছে। আমাদের সামর্থ অনুযায়ী সহায়তা বিতরণ করছি। আল্লাহ আমাদের এই মহামারি করোনা ভাইরান থেকে রক্ষা করুন।