নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ায় বাড়ির মালিকের ছেলের দেয়া আগুনে ঝলসে গেছেন নয় মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ এখন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। তার শরীরের প্রায় ৮০ শতাংশ ঝলসে গেছে।
পুলিশ এ ঘটনায় হত্যা চেষ্টার অভিযোগে রোকনুজ্জামান রনি (৩৫) নামের বাড়ির মালিকের বখাটে ছেলেকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় শহরের কমলাপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রোকনুজ্জামান রনি ওই এলাকার বজলুল হকের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, গত ২৯ এপ্রিল সকালে পূর্বশত্রুতার জেরে শহরের কমলাপুর এলাকার বজলুল হকের বাড়ির ভাড়াটিয়া মেহেদী হাসানের স্ত্রী জুলেখাকে (৩৫) মালিকের বড় ছেলে রনি শরীরে পেট্রল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় জুলেখার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. তাপস কুমার সরকার জানান, ওই গৃহবধূর শরীরের প্রায় ৮০ শতাংশ আগুনে ঝলসে যাওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক।