রাজবাড়ী প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজবাড়ীর পাংশা উপজেলার বাবুপাড়া ইউপিতে ২ মে শনিবার সকালে বাবুপাড়া রেলগেট এলাকায় শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্তিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বি এন পি) এর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, পাংশা উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হক সাবু, পাংশা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সামমুল আলম আকুল, বাবুপাড়া ইউপি বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম পেনু, সাধারণ সম্পাদক সাজাহান সেখ সহ যুব ও ছাত্র দলের নেতাকর্মীরা ।
উল্লেখ্য পাংশা উপজেলায় করোনা ভাইরাসের কারণে লকডাউল রয়েছে। কর্মহীন হয়ে পরেছে খেটে খাওয়া মানুষ। বাবুপাড়া ইউনিয়নের হতদরিদ্র মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।