নিজস্ব প্রতিনিধি: কুষ্টিয়ায় ৯ মাসের অন্তঃসত্তা গৃহবধূকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ রনি (৩৫) নামের একজনকে আটক করেছে । আজ বুধবার সকালে শহরতলীর কমলাপুরে এ ঘটনা ঘটে ।
জানা যায়, শহরের কমলাপুর এলাকায় নবীন পরামানিক স্কুল সংলগ্ন বজলুল হকে বাড়িতে ভাড়া থাকতো জুলেখা (৩৫) নামের ঐ গৃহবধূ । আজ বুধবার সকালে বাড়ির মালিকের বড় ছেলে রনি পূর্ব শত্রুতার জের ধরে ভাড়টিয়া জুলেখার শরীরে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এ সময় জুলেখার আত্ম চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল নিয়ে আসে। সেখানে জুলির অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে রের্ফাড করা হয়।
এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘাতক রনিকে আটক করেছে এবং থানায় মামলার প্রস্তুতি চলছিল । দগ্ধ অন্তসত্বা গৃহবধূ জুলেখা জেলার মিরপুরের বহলবাড়িয়া সেন্টার এলাকার মেহেদী হাসানের স্ত্রী, এবং ৯ মাসের অন্তঃসত্তা।
কুষ্টিয়া মডেল থানার ওসি গোলাম মোস্তফা বলেন, জড়িত সন্দেহে রনি নামে এক যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার সাংবাদিকদের বলেন, অগ্নিদগ্ধ এই নারীকে হাসপাতালের জরুরি বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। দেহের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।