জনপ্রিয় কবি, সংগঠক আশরাফ আলী চারু (মোঃ আশরাফ আলী) এর জন্ম দিনে হাওয়া পরিবারের প থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৮২ ইং সালের ১০ ফেব্রুয়ারি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ৭নং ভেলুয়া ইউনিয়নের ঐতিহ্যবাহি কাউনের চর গ্রামে জন্মগ্রহণ করেন কবি আশরাফ আলী চারু।
তিনি একাধারে একজন শিক, সংগঠক এবং লেখক।