কুষ্টিয়া কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অনুকুলে শিা মন্ত্রনালয়ের শিা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত একাডেমিক ভবন নির্মাণ কাজের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেছেন, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও কালেক্টরেট স্কুলের সভাপতি মোঃ আসলাম হোসেন। ২০ জানুয়ারি ২০২১ তারিখ বুধবার সকালে তিনি এ নতুন একাডেমিক ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিা ও আইসিটি) লুৎফুন নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ ওবায়দুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোঃ সিরাজুল ইসলাম, শিা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জাহেদুল কমির, রেভিনিউ ডেপুটি কালেক্টর সাদিয়া জেরিন, নেজারত ডেপুটি কালেক্টর মোহাম্মদ হাফিজুর রহমান, শিা ও কল্যাণ শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ সাদাত, কালেক্টরেট স্কুলের প্রধান শিক মৃনাল কান্তি সাহা, সহকারী প্রধান শিক আফরোজা আক্তারসহ প্রতিষ্ঠানের শিকবৃন্দ, শিা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলীবৃন্দ ও ঠিকাদার প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।