বিন্দু বিন্দু শিশির কনা ঘাসের ডগাতে
নগ্ন পায়ে হাটতে গিয়ে ভোর সকালে,
ভিজে গিয়ে পা গায়ে শিহরন জাগে
স্পর্শ টের পাই নিজের হাত পরিচিত কোন হাতে।
মৃদু বাতাস দোল খেয়ে যায় গাছে
পাতা নড়ে ঝিরিঝিরি তার ফাঁকে,
গান গায় পাখি শিষ দেয় বসে থেকে
বলে তার শুরে কথা যত তার আছে।
পথের ধারের বকুল তলায় এসে,
ফুল ঝরিয়ে গন্ধ আসে ভেসে
পুকুর ধারের ঘাট বাধানো পাড়ে
চুপটি পায়ে দাড়িয়ে কেউ পাশে ।
পুব দিগন্তে সূর্যটা দেয় উকি
মেঘের কোনায় আলো ঝলকায়
চোখ মেলে দিয়ে দেখি আর
নতুন দিনের নতুন ভোরের অপেক্ষাতে থাকি ।
হিমেল/হওয়া