করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত ত্রাণ সামগ্রী গরীব, অসহায় ও দুস্থ্যদের মাঝে বিতরণের জন্য দৌলতপুর উপজেলার ১০নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ হাবিবুর রহমান @ হাব্বু (৫২), পিতা-মৃত হযরত আলী, সাং-গোবরগাড়া (ডিজিএম), থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া ৯নং ওয়ার্ডের ৫০ জনের তালিকা প্রস্তুত করেন। উক্ত তালিকা অনুসারে ০৯ এপ্রিল ২০২০ তারিখ সকাল ০৯:০০ ঘটিকা হতে দুপুর ১৪:০০ ঘটিকা পর্যন্ত এবং ১০ এপ্রিল ২০২০ তারিখ সকাল ০৮:৩০ ঘটিকা হতে দুপুর ১৩:৩০ ঘটিকা পর্যন্ত (১) মোঃ রবিউল ইসলাম, পিতা-মোঃ আবু তালেব, (২) মালেক, পিতা-মুল্লক, (৩) ইদ্রিস, পিতা-জাহান, (৪) সকেনা, স্বামী-জহুর, (৫) জুলেখা, স্বামী-ইয়াছিন, (৬) জোসনা, স্বামী-ইছাহক, (৭) আফু, স্বামী-সামসুজোহা, (৮) কোহিনুর, স্বামী-মৃত জালাল, (৯) সারুজান, পিতা-সামছের, (১০) আমিরুল, পিতা-খামেদ, (১১) মোকাব্বর, পিতা-আলী, সর্বসাং-গোবরগাড়া, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়াসহ অনেকে ত্রাণ নেয়ার জন্য দৌলতপুর ইউনিয়ন পরিষদে গিয়ে অপেক্ষা করলেও তারা কোন ত্রাণ পায় না। পরবর্তীতে স্থানীয়ভাবে জানা যায় যে, উপরোক্ত ব্যক্তিদের ০৯ ও ১০ এপ্রিল ২০২০ তারিখে ত্রাণের তালিকায় নাম ছিল, কিন্তু ৯নং ওয়ার্ডের সদস্য মোঃ হাবিবুর রহমান @ হাব্বু তাদেরকে ত্রাণ না দিয়ে স্বজনপ্রীতি ও ব্যাপক অনিয়মের মাধ্যমে উক্ত ত্রাণ আত্মসাৎ করেছেন। এসংক্রান্তে দৌলতপুর থানার মামলা নং-১৭, তারিখ-২১/০৪/২০২০ খ্রিঃ, ধারা-৪০৩/৪০৬/৩৭৯/৪২০ পেনাল কোড রুজু হয়েছে এবং আসামী মোঃ হাবিবুর রহমান @ হাব্বু’কে দৌলতপুর থানা পুলিশ গ্রেফতার করেছে।