দৌলতপুর প্রতনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১০নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ইউনিটের সদস্য হাবিবুর রহমানকে দরিদ্রদের মধ্যে বিতরনের জন্য বরাদ্দকৃত ত্রাণ আত্মসাতের অভিযোগে দৌলতপুর থানা পুলিশ আটক করেছে বলে।
সোমবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার গোবরগাড়া নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তবে এখনও কোন মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
জানাযায়, দৌলতপুর উপজেলায় দুর্যোগ ও ত্রান মন্ত্রনালয়ের দেওয়া করোনা সংকটে থাকা অসহায় ও কর্মহীন পরিবারের মধ্যে বিতরণের জন্য দৌলতপুর ইউনিয়নের ৯নং ইউনিটে ৫০ জন পরিবারের জন্য ত্রাণ বরাদ্দ দেয়া হয়। কিন্তু উক্ত ইউনিটের সদস্য হাবিবুর রহমান ৫০ জন পরিবারের মধ্যে ত্রান না দিয়ে নিজের মত করে তালিকা তৈরী করে ১৫ জন পরিবারের মধ্যে ত্রান বিতরন করে অবশিষ্ট ৩৫ জন পরিবারের জন্য বরাদ্ধকৃত ত্রান আত্মসাত করেছে বলে অভিযোগ উঠলে দৌলতপুর থানা পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।
দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।