ময়মনসিংহ থেকে সংরক্ষিত আসনে নির্বাচিত বিএনপি দলীয় তিনবারের জাতীয় সংসদ সদস্য নূরজাহান ইয়াসমিন বুলবুল (৭৪) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৩০ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকাস্থ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
দলীয় সূত্র জানায়, রাজনৈতিক জীবনে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
একই সঙ্গে তিনি ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ছিলেন। তিনি জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ময়মনসিংহ-৪ সদর এলাকা থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে নূরজাহান ইয়াসমিন চার কন্যাসন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।