কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাঁড়ারা এলাকার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য মতিয়ার রহমান (৬৬) হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে ২ পুত্র-১ কন্যাসহ অসংখ গুনাগাহী রেখেছেন। রবিবার দিবাগত গভীর রাতে ইন্তাকাল করেন এবং সোমবার (৩০-১১-২০২০) বাদ যোহর খাঁড়ারা গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
প্রয়াত সূর্ষ সেনার মৃত্যুতে রাষ্ট্রীয় ভাবে গার্ড অর অনার প্রদান করেন। দাফন কাফনের জন্য প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের তরফ থেকে ১১,০০০/= টাকা তার পুত্রের হাতে প্রদান করেন ।
রাষ্ট্রপতির পক্ষে প্রতিনিধিত্ব করেন মিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োজিত কমান্ডার লিংকন বিশ্বাস, এ সময় আগমন করেন কুষ্টিয়া জেলা সমাজ সেবা অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা মুরাদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আফতাব উদ্দিন খান, সাবেক কমান্ডার শেখ নজরুল করিম, সাবেক ডেপুটি কমান্ডার ও খাদিমপুর মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটি’র সভাপতি এনামূল হক,বহলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বিশ^াস, থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা নেতৃত্বে সরকারী ভাবে জীবনের শেষ সালাম গার্ড অব অনার প্রদান করেন এসআই প্রসান্ত কুমার সঙ্গীয়।