কুষ্টিয়ার মিরপুরে চোরায় গরুসহ চারজনকে আটক করেছে মিরপুর থানা পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- মিরপুর উপজেলার নফরকান্দি এলাকার আবুল কালামের ছেলে নাছির উদ্দিন (২৫), মৃত ফরমান জোয়াদ্দারের ছেলে আবুল কালাম (৪৫), শোনদহ এলাকার ফাকের আলীর ছেলে আহম্মদ আলী (২৮) এবং একই এলাকার জিন্দার আলীর ছেলে আব্বাস আলী (৩০)।
মিরপুর থানার এসআই আতিকুর রহমান জানান, মাননীয় পুলিশ সুপার তানভীর আহম্মেদ পিপিএম (বার) এর দিক নির্দেশনায় মিরপুর থানাধীন শোন্দাহ, মাঝির হাট, আমলা নফরকান্দি সহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন ধরে এলাকায় গরু ও ছাগল চুরির ঘটনা ঘটে আসছিলো। শুক্রবার দিবাগত রাতে উক্ত এলাকার অভিযান চালিয়ে তিনটি চোরায় গরু উদ্ধারসহ চারজনকে আটক করা হয়। এ ঘটনায় দ-বিধি ৪১৩/৪৬১/৩৭৯/৪১১/৩৪ পেনাল কোডে দুইটি মামলা দায়ের পূর্বক আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।